ময়মনসিংহ পাওয়ার গ্রিডে অগ্নিকান্ডে চার জেলায় বিদ্যুৎ বন্ধ

290

ময়মনসিংহ, ৮ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকায় পাওয়ার গ্রিড উপকেন্দ্রের ট্রান্সফরমারে আজ দুপুরে অগ্নিকান্ড ঘটে।
এতে বন্ধ হয়ে গেছে ময়মনসিংহ বিভাগের চার জেলায় বিদ্যুৎ সরবরাহ।
ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবুল হোসেন জানান, উপকেন্দ্রের ৩৩ কেভির একটি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মার্সেল বক্স হয়ে একটি ট্রান্সফরমারে আগুন লাগে।
পরে ফায়ার সার্ভসের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজে লাগে। ফায়ার সার্ভিস কর্মীদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ময়মনসিংহ অঞ্চলের পিডিবির প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, অগ্নিকান্ডের কারণে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ইতিমধ্যে এ ঘটনায় পিজিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তের পর মূল কারণ জানা যাবে বলে তিনি জানান।
তিনি আরো জানান, বর্তমানে আরো দুটি ট্রান্সফার ভালো আছে বলে ধারণা করা হচ্ছে । সুইস রুমের প্যানেল বোর্ডের অনেকগুলো প্যানেলের সংযোগ তার পুড়ে গেছে। পিজিসিবি ও পিডিবির প্রকৌশলীরা দ্রুত মেরামতের কাজ করছেন।