বাজিস-৭ : নীলফামারীতে বিএসটিআইর অভিযানে প্রতিষ্ঠান সীলগালা ও জরিমানা

148

বাজিস-৭
নীলফামারী- বিএসটিআই
নীলফামারীতে বিএসটিআইর অভিযানে প্রতিষ্ঠান সীলগালা ও জরিমানা
নীলফামারী, ৮ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : জেলায় খাদ্য দ্রব্যে ভেজাল বিরোধী অভিযানে আজ পণ্যের গুণগত মান ও সনদ না থাকায় একটি প্রতিষ্ঠান সীলগালা ও অপর একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমান আদালত এ জরিমানা ও সীলগালা করে।
জেলা প্রশাসনের সহযোগিতায় রংপুর বিএসটিআই-এর এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি-সদর) মো. বেলায়েত হোসেন। এসময় বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের মাঠ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আজ বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. রেজাউল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীলফামারী জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনাকালে পণ্যের গুনগত মান, সনদ না থাকায় শহরের গাছবাড়ি এলাকার মেসার্স আল-মদিনা ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠান সীলগালা ও আনন্দবাবুর পুল এলাকার মেসার্স নিউ পুষ্টি সুইটস এন্ড কনফেকশনারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাসস/সংবাদদাতা/১৯০০/-এমকে