বাসস দেশ-২৮ : চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে অবৈধভাবে জাহাজ ভাঙ্গায় জরিমানা

122

বাসস দেশ-২৮
চট্টগ্রামে-জাহাজ-ভাঙ্গায়-জরিমানা
চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে অবৈধভাবে জাহাজ ভাঙ্গায় জরিমানা
চট্টগ্রাম, ০৮ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : চট্টগ্রাম বন্দর সংলগ্ন পতেঙ্গা সৈকতে বিনা অনুমতিতে শিপ ব্রেকিং করায় জাহাজ মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম বন্দর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ই।
এসময় ঘটনাস্থল থেকে জাহাজ মালিকের এক প্রতিনিধিসহ তিনজনকে আটক করা হয়। তারা হলেন- জাহাজ প্রতিনিধি মো. এনায়েত (৫০), ক্রেন চালক মোহাম্মদ আবুল কালাম (২৭) ও সহকারী ক্রেন চালক মোহাম্মদ রায়হান (২৪)।
জানাগেছে, গত ২১ জুন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে ভুট্টা নিয়ে যশোর নোয়াপাড়া যাওয়ার সময় ‘এমভি গোলাম রহমান’ নামে জাহাজটির তলা ফেটে গেলে পতেঙ্গায় বিচিং করা হয়। কিন্তু জাহাজ মালিক জাহাজভাঙা শিল্পের নিয়ম-নীতির তোয়াক্কা না করে সেখানেই শিপ ব্রেকিং শুরু করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ই জানান, চট্টগ্রাম বন্দর এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ‘এমভি গোলাম রহমান’ নামের জাহাজটিকে ভাঙতে দেখেন। বন্দর সংলগ্ন পতেঙ্গা এলাকায় বিনা অনুমোদনে শিপ ব্রেকিং করার অপরাধে জাহাজ মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। জাহাজের মালিকের নাম মো. ইউসুফ হোসেন। তার গ্রামের বাড়ি বরিশাল।
বাসস/জিই/কেএস/১৯০৫/-কেএমকে