বোলারদের সুবিধার্থে ওয়ার্নের প্রস্তাব

251

সিডনি, ৮ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : টি-২০ ক্রিকেট মানেই ব্যাটসম্যানদের রাজত্ব। বোলারদের আহামরি পারফরমেন্স নেই বললেই চলে। টি-২০ ক্রিকেটকে আরও জমিয়ে তুলতে বোলারদের সুবিধা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। তাই বোলারদের সুবিধার্থে টি-২০ ক্রিকেটে নতুন প্রস্তাব দিলেন তিনি। তার মতে, বোলারদের জন্য সর্বোচ্চ পাঁচ ওভার বোলিং করার নিয়ম চালু করা উচিত। এতে ব্যাটসম্যানদের সাথে বোলারদের লড়াইটা হাড্ডাহাড্ডি হবে।
বর্তমানে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। ইতোমধ্যে প্রথম দু’ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে ইংলিশরা। প্রথম দু’ম্যাচে দু’দলের পারফরমন্সে দেখে, ওয়ার্ন অনুভব করেছেন, ছোট ফরম্যাটে বোলারদের সুবিধা আরও বাড়ানো উচিত।
এজন্য একটি প্রস্তাবও দিয়েছেন ওয়ার্ন। তিনি বলেন, ‘বেশিরভাগ টি-২০ ম্যাচে ব্যাটসম্যানরাই দাপট দেখায়। তাই বোলারদের সুবিধা বাড়ানো প্রয়োজন। এখন তো একজন বোলার সর্বোচ্চ চার ওভার বোলিং করতে পারে। তবে বোলারদের সুবিধার্থে সর্বোচ্চ পাঁচ ওভার বোলিং করার নিয়ম করলে কেমন হয়? আমি মনে করি, এতে করে ব্যাট-বলের লড়াইটা আরও জমবে। আপনি নিশ্চয়ই দলের সেরা বোলারকে বেশি ব্যবহার করতে চাইবেন। তাতে ব্যাটসম্যানরা একচেটিয়াভাবে খেলতে পারবে না। পাঁচ ওভার করে বল করতে পারলে বোলাররাও সুবিধা পাবে।’
ওয়ার্ন আরও বলেন, ‘প্রত্যক দলই একাদশে চারজন সেরা মানের বোলার রাখে। স্বাভাবিকভাবেই যে কোন দল চাইবে সেরা বোলারদের আরও এক ওভার করে বেশি করাতে। তাই আমি মনে করি, একজন বোলারের সর্বোচ্চ কোটা পাঁচ ওভার হওয়া উচিত। সেরা বোলাররা বল করলে ম্যাচটা আরও আকর্ষণীয় হবে। ব্যাটসম্যানরা তখন নতুনভাবে নিজেদের নিয়ে ভাববে। দর্শকরা ম্যাচ দেখে আরও আনন্দও পাবে।’