বাসস ক্রীড়া-৭ : গ্রীস দলে আরো এক ফুটবলার করোনা আক্রান্ত

141

বাসস ক্রীড়া-৭
ফুটবল-গ্রীস-ভাইরাস
গ্রীস দলে আরো এক ফুটবলার করোনা আক্রান্ত
এথেন্স, ৭ সেপ্টেম্বর ২০২০ (বাসস/এএফপি): গ্রীস জাতীয় ফুটবল দলের আরো একজন খেলোয়াড়ের দেহে করোনা ভাইরাসের সংক্রমন ধরা পড়েছে। এই নিয়ে দলটিতে কোভিড -১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুইজন। সোমবার এথেন্স নিউজ এজেন্সি এই সংবাদ দিয়েছে।
প্র্রকাশিত রিপোর্টে নাম প্রকাশ না করেই একজন ফুটবলারের দেহে কোভিড -১৯ পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী ক্লাবে প্রত্যাবর্তনের আগে দলের সব সদস্যকে করোনা পরীক্ষা করাতে হবে। পরীক্ষায় আক্রান্ত ধরা পড়লে ওই খেলোয়াড়কে ৭ থেকে ১৪ দিন সেলফ আইসোলেশনে থাকতে হবে। এটি নির্ভর করছে পরবর্তী টেস্টে তার দেহে করোনার সংক্রমনের উপস্থিডু থাকা বা না থাকার উপর।
এর আগে স্লোভানিয়া ও কসোভোর বিপক্ষে নেশন্স লীগের ম্যাচে নামার আগেই করোনা পজিটিভ ধরা পড়ে লিভারপুলের ফুটবলার কসতাস সিমিকাসের। তাকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে ইংলিশ ক্লাবটি। নেশন্স লীগে গ্রীস স্লোভানিয়ার সঙ্গে গোল শুন্য ড্র করলেও কসোভোকে হারিয়েছে ২-১ গোলে।
বাসস/এএফপি/এমএইচসি/১৭৩০/স্বব