ভারতে একদিনে ৭৫ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত

232

নয়াদিল্লী, ৮ সেপ্টেম্বর, ২০২০(বাসস ডেস্ক): ভারতে করোনা সংক্রমণ গত কয়েকদিন ধরে বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় আরো ৭৫ হাজার ৮০৯ জন করোনায় সংক্রমিত হয়েছে। এ নিয়ে মোট সংক্রমণ দাঁড়িয়েছে ৪২ লাখ ৮০ হাজার ৪২২ জনে দাঁড়িয়েছে ।
মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত তথ্যে এ কথা জানা গেছে। তথ্য মতে, সোমবার করোনায় ১ হাজার ১৩৩ জন মারা গেছে। মোট মারা গেছে ৭২ হাজার ৭৭৫ জন।
গত কয়েকদিন ধরে ভারতে সংক্রমণ হঠাৎ বেশ বেড়ে গেছে। দেশজুড়ে করোনা পরীক্ষা বাড়িয়ে দেয়া এর প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।
বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, করোনা সংক্রমণের দিক থেকে বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই ভারতের অবস্থান।
এদিকে দেশটি লকডাউন শিথিলের চতুর্থ ধাপে রয়েছে। সোমবার দিল্লী, চেন্নাই, বেঙ্গালুরুসহ কয়েকটি শহরে মেট্রো রেল সার্ভিস চালু করা হয়েছে। তবে স্কুলসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অব্যাহতভাবে বন্ধ রয়েছে।