নাইজেরিয়ার বোকো হারামের হামলায় ১০ বেসামরিক নাগরিক নিহত

259

কানো, ৮ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): নাইজেরিয়ার সংঘাতপূর্ণ উত্তরপূর্বাঞ্চরীয় তিনটি গ্রামে বোকো হারাম জিহাদিদের হামলায় ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সোমবার স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
সরকার সমর্থিত জিহাদি বিরোধী মিলিশিয়া নেতা বাবাকুরা কোলো এএফপি’কে বলেন, জঙ্গিরা রোববার
এসব হামলা চালায়। কোলো জানান, তারা রোববার রাতে আঞ্চলিক রাজধানী মাইদুগুরি থেকে ৪০ কিলোমিটার দূরে কুরমারি গ্রামে আক্রমণ চালায়। এতে ওই গ্রামের চার বাসিন্দা নিহত হয়। এ সময় তারা ঘুমাচ্ছিল।
সূত্র জানায়, একই দিন মাইদুগুরির উপকণ্ঠে আরেকটি গ্রামে জিহাদিরা তিনজনকে পুড়িয়ে মারে এবং চতুর্থজনকে কুপিয়ে হত্যা করে।
এছাড়া জিহাদিরা নগরীর কাছে মাঠে কাজ করা দুই কৃষককে হত্যা করে এবং আরো অনেককে অপহরণ করে।
উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে ২০০৯ সালে শুরু হওয়া জিহাদি সংঘাতে এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার মানুষ
নিহত হয়েছে এবং প্রায় ২০ লাখ লোক গৃহহীন হয়।