দেশের প্রধান নদ নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে

270

ঢাকা, ৮ সেপ্টেম্বর,২০২০(বাসস) : দেশের পর্যবেক্ষণাধীন পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৪৮টির, হ্রাস ৫১টি এবং ২টি ষ্টেশনের পানি সমতল অপরিবর্তিত রয়েছে ।
এদিকে আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে,যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে,যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সুরমা ছাড়া উত্তরাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে।
অপরদিকে আগামী ২৪ ঘন্টায় উত্তরাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে। দেশের প্রধান সব নদ নদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সারাদেশে গত ২৪ ঘন্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে,জামালপুর ১২৫ মিলিমিটার,সিলেট ১২০ মিলিমিটার,ছাতক ১২০ মিলিমিটার,জারিয়াঞ্জাইল ১১০ মিলিমিটার,ময়মনসিংহ ৬০ মিলিমিটার,ইটাখোলা ৫৪ মিলিমিটার।