মুজিববর্ষ উপলক্ষে সংসদ চত্বরে বৃক্ষ রোপণ কার্যক্রম অব্যাহত

185

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : জাতির পিতা মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ ভবন চত্বরে বৃক্ষ রোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে সংসদ ভবন চত্বরে আজ বৃক্ষের চারা রোপণ করেন মোস্তাফিজুর রহমান এমপি, মোঃ আব্দুস সোবহান মিয়া এমপি, মোহাম্মদ হাছান ইমাম খাঁন এমপি, আহসানুল ইসলাম (টিটু) এমপি, কানিজ ফাতেমা আহমেদ এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, মনিরা সুলতানা এমপি, মোসাঃ তাহমিনা বেগম এমপি এবং মীর মোস্তাক আহমেদ রবি এমপি।
মুজিববর্ষ উপলক্ষে ৩৫০ থেকে ৫শ’ টি বৃক্ষের চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে সংসদ ভবন চত্বরে গত ২৬ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পর্যায়ক্রমে সকল সংসদ সদস্য সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের সিদ্ধান্ত রয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিক-২০২০ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।