বাজিস-১০ : ‘মুজিববর্ষ’ উপলক্ষে ঝালকাঠিতে মাছের পোনা অবমুক্ত করেছে জেলা পুলিশ

117

বাজিস-১০
ঝালকাঠি- মুজিববর্ষ
‘মুজিববর্ষ’ উপলক্ষে ঝালকাঠিতে মাছের পোনা অবমুক্ত করেছে জেলা পুলিশ
ঝালকাঠি,৭ সেপ্টেম্বর ২০২০ (বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে আজ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন জেলা পুলিশ লাইনস পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
পুলিশ সুপার জানান, পুকুরে রুই, কাতল, মৃগেল ও পুঁটি মাছের ৩০ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, কাজী ছোয়াইব, এমএম মাহমুদ হাসান প্রমুখ।
বাসস/সংবাদদাতা/১৮৪৭/এমকে