বাজিস-৯ : হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

129

বাজিস-৯
হবিগঞ্জ- সড়ক দুর্ঘটনা
হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
হবিগঞ্জ, ৭ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : জেলার মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে আজ বিকালে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ চারজন নিহত হয়েছেন।
আজ সোমবার বিকাল সাড়ে চারটার দিকে নোয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি ট্রাক ও জিপগাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, নোয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও জিপগাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।তবে নিহতদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।
তিনি জানান, ঘটনাস্থলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা এবং মাধবপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা উদ্ধার কাজ পরিচালনা করছেন। মরদেহগুলো উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৮৪৬/এমকে