সংসদে কোম্পানি (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২০ উত্থাপন

568

ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : এক ব্যাক্তি কোম্পানি নিবন্ধন পরিচালন ও ব্যবস্থাপনাসহ কতিপয় সংশোধনীর প্রস্তাব করে আজ সংসদে কোম্পানি (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২০ উত্থাপন করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বিলটি উত্থাপন করেন।
বিলে এক ব্যাক্তি কোম্পানি নিবন্ধন, পরিচালন ও ব্যাবস্থাপনা সম্পর্কিত বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলে হস্তান্তরকারীর ব্যাক্তিগত উপস্থিতি বা কমিশনের মাধ্যমে শেয়ার হস্তান্তরে স্বাক্ষর নিশ্চিত করতে প্রয়োজনীয় বিধানাবলী সংযোজনের প্রস্তাব করা হয়েছে।
এছাড়া বিলে কোম্পানি বিলুপ্তির ক্ষেত্রে পাওনাদারদের কাছে কোম্পানির দেনা পরিশোধে বাধ্যবাধকতা রেখে কতিপয় বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলে কোম্পানি আইনে সম্পাদিত কোন কাজ ইলেকট্রনিক মাধ্যমে সম্পাদন এবং এ ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ প্রয়োগের বিধানের প্রস্তাব করা হয়েছে। এছাড়া বিলে বিদ্যমান আইন অনুযায়ি অন্যুন ১৪ দিনের পরিবর্তে ২১ দিনের লিখিত নোটিশের মাধ্যমে কোম্পানির সাধারণ সভা ডাকার বিধানেরও প্রস্তাব করা হয়েছে।
পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে আগামী ৩০ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বিলটি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।