মালির অসুস্থ প্রেসিডেন্ট কাইতা বিদেশে চিকিৎসা নেয়ার পর অবশ্যই দেশে ফিরবেন : জান্তা

218

বামাকো, ৭ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : মালির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইব্রাহিম বোউবাকার কাইতা বিদেশে চিকিৎসা সেবা গ্রহণের পর অবশ্যই দেশে ফিরে আসবেন। এক্ষেত্রে তার সর্বোচ্চ তিন মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত মাসে ৭৫ বছর বয়সী এ নেতাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া সেনা কমান্ডাররা রোববার একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসার জন্য কাইতা শনিবার রাতে মালি ত্যাগ করেন। গত সপ্তাহে তিনি মিনি-স্ট্রোক করেন।
এ সময়সীমার ব্যাপারে নতুন সামরিক জান্তা ও আঞ্চলিক গ্রুপ ইকোনমিক কমিউনিটি অব আফ্রিকান স্টেটস (ইসিওডব্লিউএএস) সম্মত হয়েছে। গ্রুপটি দীর্ঘ কয়েকমাস ধরে মালির রাজনৈতিক সংকটের ব্যাপারে মধ্যস্থতা করে আসছে।
জান্তার ন্যাশনাল কমিটি ফর দি স্যালভেশন অব দি পিপলস (সিএনএসপি) এর এক বিবৃতিতে বলা হয়, অসুস্থ্য সাবেক এ নেতাকে দেশের বাইরে থাকার এক মাসের অনুমতি দেয়া হয়েছে। এক্ষেত্রে ‘কেবল হাসপাতালের পরামর্শের ভিত্তিতে’ তার দেশের বাইরে থাকার মেয়াদ সর্বোচ্চ তিন মাস বাড়ানো হতে পারে।
উল্লেখ্য, মিনি-স্ট্রোক করার পর কাইতা গত সপ্তাহে মালির রাজধানী বামাকোকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।