বাসস দেশ-১৯ : চট্টগ্রাম বন্দরে জাহাজের হ্যাজে পড়ে বিদেশি নাবিকের মৃত্যু

117

বাসস দেশ-১৯
বিদেশি-নাবিক-মৃত্যু
চট্টগ্রাম বন্দরে জাহাজের হ্যাজে পড়ে বিদেশি নাবিকের মৃত্যু
চট্টগ্রাম, ০৭ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : চট্টগ্রাম বন্দরে জাহাজের হ্যাজে (খোপ) পড়ে জোয়েল ডি ব্রেন্ডা (৩৫) নামে এক বিদেশি নাবিকের মৃত্যু হয়েছে। জোয়েল ফিলিপাইনের বাসিন্দা।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নোঙর ফেলা ‘এমভি তালিয়া এইচ’ জাহাজে এ ঘটনা ঘটে।
ওই জাহাজের স্থানীয় এজেন্ট রেণু শিপিং লাইনের ব্যবস্থাপক মো. এরফান জানান, জোয়েল ডি ব্রেন্ডা জাহাজের হ্যাজ কাভার বন্ধ করার সময় পা পিছলে নিচে পড়ে যায়। গুরুতর আহতাবস্তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। জাহাজটির প্রিন্সিপালের (মালিকপক্ষ) নির্দেশনা অনুযায়ী নাবিকের মরদেহ নিজ দেশে ফেরত বা এখানে ধর্মীয় রীতি অনুযায়ী সৎকার করা হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হানপাতাল পুলিশ ফাঁড়ির এ এসআই শীলব্রত বড়ুয়া জানিয়েছেন, জাহাজের হ্যাজে পড়ে গুরুতর আহত এক বিদেশি নাবিককে হাসপাতালে আনা হয়েছে। এখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছে। মরদেহ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে।#
বাসস/জিই/কেএস/১৭০৫/-কেকে