ক্যালিফোর্নিয়ায় দাবানল, হেলিকপ্টারে ২শরও বেশি লোক উদ্ধার

257

লস অ্যাঞ্জেলেস, ৭ সেপ্টেম্বর, ২০২০(বাসস ডেস্ক): মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে আটকে পড়া দুশো’রও বেশি লোককে হেলিকপ্টারে করে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।
কর্মকর্তারা রোববার এ কথা জানান।
উত্তর পূর্বাঞ্চলীয় ফ্রেসনো থেকে ৭০ কিলোমিটার দূরে সিয়েরা ন্যাশনাল ফরেস্টের ম্যামথ পুল রিজার্ভার থেকে স্থলপথে বেরিয়ে আসার অবস্থা না থাকায় এসব লোককে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে সরিয়ে নেয়া হয়।
ফ্রেসনো ফায়ার ডিপার্টমেন্ট বলছে, সরিয়ে আনা লোকজনের মধ্যে ২০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত হওয়ায় তাদের চিকিৎসার প্রয়োজন হয়ে পড়ে। এদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক।
ইউএস ফরেস্ট সার্ভিস বলছে, শুক্রবার শুরু হওয়া দ্য ক্রেক ফায়ার খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এটি ইতোমধ্যে ৪৫ হাজার হেক্টর এলাকায় ছড়িয়ে পড়েছে।
ক্যালিফোর্নিায় তীব্র তাপদাহ চলছে। এ সময়ে এ অঙ্গরাজ্যে প্রায়ই অগ্নিকান্ড ঘটে। নুতন এ অগ্নিকান্ড সবচেয়ে বৃহৎ বলে মনে করছেন কর্মকর্তারা।