বাসস দেশ-৩০ : বিএসটিআই-এর নিবন্ধন সনদ না থাকায় ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

185

বাসস দেশ-৩০
বিএসটিআই- ভ্রাম্যমাণ-আদালত
বিএসটিআই-এর নিবন্ধন সনদ না থাকায় ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’’ অনুযায়ী ৩টি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। আজ বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে একটি পরিদর্শন দল ঢাকা মহানগরীর ধানমন্ডি এলাকায় এই জরিমানা আদায় করেছে।
জরিমানা আদায় করা প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে মেসার্স মিঃ বেকারস- এর ব্রেড ও চানাচুর পণ্যের জন্য ৫০ হাজার টাকা, মেসার্স মিঠাই- এর ব্রেড, চানাচুর ও জেলী পণ্যের জন্য ২০ হাজার টাকা এবং মেসার্স মিনা সুইটস- এর ব্রেড ও কেক পণ্যের পণ্য জন্য ২৫ হাজার টাকা ।
বাসস/সবি/এমএআর/১৯৩৪/কেএমকে