বাজিস-৭ : গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবি’র নবনিযুক্ত উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি

119

বাজিস-৭
গোপালগঞ্জ-শ্রদ্ধা নিবেদন
গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবি’র নবনিযুক্ত উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি
গোপালগঞ্জ, ৬ সেপ্টেম্বর ২০২০ (বাসস): জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব শ্রদ্ধা জানিয়েছেন।
আজ রোববার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নবনিযুক্ত উপাচার্য। পরে বঙ্গবন্ধু এবং ‘৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় বশেমুরবিপ্রবি’র রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. মো. রাজিউর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস ও পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
এর আগে রোববার বেলা ১২টার দিকে নবনিযুক্ত উপাচার্য ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছেন এবং পরে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে যান।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর অধ্যাপক ড. এ কিউ এম মাহবুবকে বশেমুরবিপ্রবি’র উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।
বাসস/সংবাদদাতা/১৮২৪/এমকে