বাসস ক্রীড়া-৯ : ক্লাপ প্রীতি ম্যাচে লিভারপুল ও এসি মিলান জয় পেলেও হেরেছে টটেনহ্যাম

99

বাসস ক্রীড়া-৯
ফুটবল-প্রীতি ম্যাচ-ক্লাব
ক্লাপ প্রীতি ম্যাচে লিভারপুল ও এসি মিলান জয় পেলেও হেরেছে টটেনহ্যাম
লন্ডন, ৬ সেপ্টেম্বর ২০২০ (বাসস): ক্লাব প্রীতি ম্যাচে শনিবার জয়লাভ করেছে লিভারপুল ও এসি মিলান। হেরে গেছে টটেনহ্যাম। এদিন লিভারপুল ৭-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ব্ল্যাকপোলকে। এসি মিলান ৪-১ গোলে হারিয়েছে মনজাকে, টটেনহ্যাম হটস্পার ২-১ গোলে হেরে গেছে ওয়াটফোর্ডের কাছে।
শনিবার ইংল্যান্ডে অনুষ্টিত ম্যাচের শুরুতেই দুই গোল হজম করে বসে প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নরা। ১৫ মিনিটে হ্যামিল্টন ও ৩৩ মিনিটে জে ইয়েটস গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় ব্ল্যাকপোল। তবে বিরিতর আগে ম্যাটিপ একটি গোল পরিশোধ করলে ২-১ গোলের ব্যবধানে ফিরে লিভারপুল।
বিরতির পর ৫২ মিনিটে সাদিও মানের গোলে সমতায় ফিরে প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নরা। এরপর ৫৪ মিনিটে রবার্তো ফিরমিনো, ৬৯ মিনিটে ইলিয়ট, ৭১ মিনিটে মিনামিনো, ৮৫ মিনিটে অরিজি এবং ৮৮ মিনিটে ডেন বার্জ একের পর এক গোল করলে ৭-২ গোলের বিশাল জয় পায় লিভারপুল।
ভিকারেজ রোডে অনুষ্ঠিত আরেক প্রীতি ম্যাচে স্ব্গাতিক ওয়াটফোর্ডের কাছে ২-১ গোলে হেরে গেছে টটেনহ্যাম। ম্যাচের ২০ মিনিটে ডোমিঙ্গোস কুইনার গোলে এগিয়ে যায় স্বাগতিক ক্লাব। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে পেরি গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ওয়াটফোর্ড। ম্যাচের শেষভাগে ৭৯ মিনিটে পেনাল্টি থেকে সং হিউন মিন একটি গোল পরিশোধ করলেও হার এড়াতে পারেনি টটেনহ্যাম। ২-১ গোলের পরাজয় নিয়েই ফিরে আসে প্রিমিয়ার লীগ জায়ান্টরা।
এদিকে ইতালির মিলানে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে স্বাগতিক এসি মিলান ৪-১ গোলে হারিয়েছে অতিথি হিসেবে আসা মনজাকে। স্তাদিও জিউসেপে মিয়াজায় অনুষ্ঠিত ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই ডি ক্যালাব্রিয়ার গোলে এগিয়ে যায় মিলান (১-০)। তবে ২৩ মিনিটে গোলটি পরিশোধ করে মনজাকে সমতায় ফিরিয়ে আনেন এম ফিনোটো (১-১)। ৪০ মিনিটে ডিনো মালদিনির গোলে ফের এগিয়ে যায় স্বাগতিক মিলান (২-১)। ৮৯ মিনিটে পি কালালু গোল করেলে ৩-১ ব্যবধানে পৌঁছে যায় তারা। ইনজুরি টাইমে (৯০+২) করোম্বো গোল করে ৪-১ ব্যবধানের বড় জয় পাইয়ে দেন সিরি এ জায়ান্ট এসি মিলানকে।
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৮১৫/স্বব