স্কটল্যান্ড বনাম চেক প্রজাতন্ত্রের মধ্যকার ম্যাচটি নিয়ে কোন শঙ্কা নেই

156

প্যারিস, ৬ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল সোমবারই অনুষ্ঠিত হবে স্কটল্যান্ড বনাম চেক প্রজাতন্ত্রের মধ্যকার নেশন্স লিগের ম্যাচটি। উয়েফা শনিবার এই তথ্য নিশ্চিত করেছে।
চেক দলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় ম্যাচটি বাতিলের জন্য তাদের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল। শুক্রবার স্লোভাকিয়াকে ৩-১ গোলে পরাজিত করার পর চেক ফুটবল এসোসিয়েশন জানিয়েছিল জাতীয় দলের খেলোয়াড়দের ক্লাবের জন্য ছেড়ে দেয়া হবে। একজন স্টাফের দেহে করোনা শনাক্ত হবার পর তার সংষ্পর্শে আসা ওয়েস্ট হ্যাম মিডফিল্ডার টমাস সুচেক ও এএস রোমার ফরোয়ার্ড প্যাট্রিক শিককে সেল্ফ আইসোলেশনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল চেক ফুটবল এসোসিয়েশন। তখনই তারা উয়েফার কাছে ম্যাচটি বাতিলের আহবান জানায়।
পুরো দলকে পুনরায় করোনা পরীক্ষা করানোর কারনে স্লোভাকিয়া থেকে প্রায় ২৪ ঘন্টা দেরীতে দেশে ফেরত আসার সিদ্ধান্ত নেয় চেক এফএ। ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে পুরো দলকে সড়ক পথে প্রায় ২০০ মাইল পথ পাড়ি দিয়ে দেশে ফিরতে হয়েছে।
এদিকে উয়েফার এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন নির্ধারিত সূচী অনুযায়ী ম্যাচ অনুষ্ঠিত হবে। আজই ম্যাচটি খেলতে স্কটল্যান্ডকে চেক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় শহর ওলোমুক সফরে যাবার কথা রয়েছে। শুক্রবার এক বিবৃতিতে চেক এসোসিয়েশন জানিয়েছেন ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় ম্যাচটি আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
উয়েফার নতুন আইনানুযায়ী আন্তর্জাতিক কোন ম্যাচে অংশগ্রহণকারী কোন দলের যদি কোভিড-১৯ পরীক্ষার পর অন্তত ১৩জন খেলোয়াড়কে নেগেটিভ পাওয়া যায় তবে ম্যাচটি আয়োজনে কোন বাঁধা থাকবে না।