বাসস দেশ-৪ : চট্টগ্রামে করোনার সংক্রমণ হার স্বস্তিদায়ক

103

বাসস দেশ-৪
চট্রগ্রাম-করোনা
চট্টগ্রামে করোনার সংক্রমণ হার স্বস্তিদায়ক
চট্টগ্রাম, ৬ সেপ্টেম্বর , ২০২০ (বাসস) : চট্টগ্রামে করোনা ভাইরাসে সংক্রমণের হার স্বস্তিদায়ক পর্যায়ে রয়েছে। গতকাল শনিবার ৩৬৪টি নমুনা পরীক্ষা করে এ হার ৬ দশমিক ৪ শতাংশ পাওয়া গেছে। সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২২ জন।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, চট্টগ্রামের ৫টি ল্যাবে শনিবার ২৪ ঘণ্টায় ৩৬৪ নমুনার মধ্যে নগরীর ১৮ জনসহ ২২ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। ফলে জেলায় মোট করোনা সংক্রমিতের সংখ্যা এখন ১৭ হাজার ৪৪৫ জন। একই সময়ে চট্টগ্রামে করোনাক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
দেশে করোনা সংক্রমণের তথ্য বিশ্লেষণে জানা যায়, গতকাল সারাদেশে মোট ১৯৫০ জন করোনাক্রান্ত শনাক্ত হন। সংক্রমণের হার ১৫ দশমিক ১৭ শতাংশ। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বাসসকে বলেন, মাসখানেক আগেও চট্টগ্রামের সংক্রমণের হার জাতীয় হারের কাছাকাছি ছিল। ঈদুল আজহার পরে এটি ধীরে ধীরে কমছে।
তিনি বলেন, গত শুক্রবারের সংক্রমণ হার ছিল এ যাবত সর্বনি¤œ ৫ দশমিক ৮৮ শতাংশ। চট্টগ্রামের করোনা সংক্রমণের এ ধারা ধরে রেখে আরো হ্রাস করতে সর্বস্তরের জনগণ ও প্রশাসনকে সচেতন ও সচেষ্ট হতে হবে। একমাত্র স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চললেই করোনমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান তিনি।
শনিবারের ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষায় ৫ জনের দেহে করোনার ভাইরাস পাওয়া যায়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৭৬ টি নমুনায় ৬ জন করোনার ভাইরাসবাহক চিহ্নিত হন। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫০টি নমুনার মধ্যে ২ টিতে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলে।
এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৪১টি নমুনায় ২ জন করোনক্রান্ত বলে শনাক্ত হন। বেসরকারি দু’টি ল্যাবের মধ্যে ইম্পেরিয়াল হাসপাতালে কোনো পরীক্ষা না হলেও শেভরনে ৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবেও এদিন চট্টগ্রামের কোনো নমুনা পাঠানো হয়নি।
বাসস / জিই / কেএস / কেসি/১৩১৫/এমএবি