ভোলায় বিভিন্ন পুকুরে মাছের পোণা অবমুক্ত

419

ভোলা, ৬ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : জেলার উপজেলা সদরের বিভিন্ন পুকুরে আজ কার্প জাতীয় মাছের পোণা অবমুক্ত করা হয়েছে রোববার বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরের পুকুরসহ মোট ২০টি পুকুরে ৩৩৪ কেজি পোণা অবমুক্ত করা হয়। সরকারের রাজস্ব খাতের আওতায় উপজেলা মৎস্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম জানান, আমাদের পুকুর জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও আমিশের চাহিদা নিশ্চিত করার লক্ষ্যেই এ কর্মসূচি পালন করা হয়েছে।
পরে কোর্ট মসজিদের পুকুর, জেলা ও দায়রা জজ আদালতের পুকুর, ভোলা সরকারি কলেজ পুকুর, বন বিভাগের পুকুরসহ মোট ২০টি পুকুরে মাছের পোণা অবমুক্ত করা হয়।