বাজিস-১ : ঐতিহ্য রেখেই কুমিল্লার টাউনহলের আধুনিকায়ন কাজের প্রক্রিয়া শুরু

164

বাজিস-১
কুমিল্লা-টাউনহল
ঐতিহ্য রেখেই কুমিল্লার টাউনহলের আধুনিকায়ন কাজের প্রক্রিয়া শুরু
কুমিল্লা (দক্ষিণ), ৬ সেপ্টেম্বর, ২০২০, (বাসস) : জেলার কান্দিরপাড়ে অবস্থিত টাউনহল ও বীরচন্দ্র নগর মিলনায়তন ভেঙে আধুনিকরূপে কাজ করার প্রক্রিয়া শুরু হয়েছে। সেজন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থপতি আসিফ রহমান ভূঁইয়া নতুন নকশায় টাউন হল ও বীরচন্দ্র পাঠাগারের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এসময় জানানো হয় নতুন স্থাপনায় পুরনো ফ্লেভার রেখেই নতুন আদলে ও আধুনিক সুযোগ সুবিধা তৈরি করা হবে। যেখানে একদিক দিয়ে প্রবেশ ও অন্যদিক দিয়ে প্রস্থানের ব্যবস্থা করা হবে। থাকবে দুটি বেজমেন্ট। যেখানে অন্তত ৭০টি গাড়ি পার্কিং করা যাবে। আর অন্তত ৬০৫ জনের আসনের ব্যবস্থা করা হয়েছে। এদিকে স্লাইড শোতে দেখানো হয়, রফিকুল ইসলাম মুক্ত মঞ্চ ও শহীদ মিনারসহ সবকিছুতেই একটা আধুনিকতার ছোঁয়া থাকবে। এখানে পূর্ব ও পশ্চিম থেকেও টাউনহলের সৌন্দর্য উপভোগ করা যাবে।
এ বিষয়ে কুমিল্লা সদর আসনের সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বাসসকে বলেন, গত ৭ বছর ধরে টাউন হলের আধুনিকায়ন নিয়ে কাজ করছি। সংস্কৃতি মন্ত্রণালয় মত দিয়েছেন। আশা করি সুন্দর একটি স্থাপনা হবে।
বাসস/সংবাদদাতা/১০১০/নূসী