বাসস দেশ-১৮ : আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে মোস্তাফা জব্বারের শোক

90

বাসস দেশ-১৮
মন্ত্রী-শোক
আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে মোস্তাফা জব্বারের শোক
ঢাকা,৫ সেপ্টেম্বর,২০২০ (বাসস) ঃ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার (৮নং সেক্টর) লেফটেন্যান্ট কর্ণেল (অব:) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি শনিবার এক শোকবার্তায় বলেন, ‘বাংলাদেশের জাতীয় মুক্তির ঐতিহাসিক সংগ্রামের অন্যতম বীর সেনানায়ক ও স্বাধীণতা পুরস্কারে ভূষিত লেফটেন্যান্ট কর্ণেল (অব:) আবু ওসমান চৌধুরী স্বাধীনতা সংগ্রামের এক নক্ষত্র।
মুক্তিযুদ্ধে ৮নং সেক্টরের কমান্ডার কর্ণেল (অব:) আবু ওসমান চৌধুরী অসাধারণ দক্ষতায় মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছিলেন উল্লেখ করে মন্ত্রী বলেন,পরবর্তীতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি গঠনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শুধু তাই নয়, জেলা পরিষদের প্রশাসক হিসেবে গণপ্রশাসনেও কৃতিত্বের স্বাক্ষর রাখেন এ বীর সেনানী। তার কর্তব্যনিষ্ঠ-জনসেবা জাতি চিরকাল স্মরণ করবে।
বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা জব্বার লেফটেন্যান্ট কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরীর রুহের মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসস/সবি/জেডআরএম/১৫৫০/-কেএটি