বাসস দেশ-১৫ : সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

105

বাসস দেশ-১৫
শোক-বার্তা
সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে প্রাণিসম্পদ মন্ত্রীর শোক
ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : মহান মুক্তিযুদ্ধের ৮ নং সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
মন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় মন্ত্রী আরো জানান, ‘আবু ওসমান চৌধুরী ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে তিনি অসামান্য অবদান রেখেছেন। পরবর্তীতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি গঠনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর গৌরবোজ্জ্বল অবদান বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।’
বাসস সবি/এমএন/১৫০০/-কেকে