বাজিস-৭ : গুড়ায় লাইসেন্সবিহীন ক্লিনিকে বিরুদ্ধে অভিযান : ৬টি ক্লিনিকে সিলগালা

361

বাজিস-৭
বগুড়া-সীলগালা
বগুড়ায় লাইসেন্সবিহীন ক্লিনিকে বিরুদ্ধে অভিযান : ৬টি ক্লিনিকে সিলগালা
বগুড়া, ৩০ জুলাই, ২০১৮ (বাসস) : জেলায় লাইসেন্সবিহীন ৬টি ক্লিনিকে অভিযান চালিয়ে গত দুইদিনে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমান আদায় এবং ক্লিনিকগুলো সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৯ জুলাই থেকে ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত লাইনেন্সবিহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগোনেস্টিক সেন্টারে অভিযান শুরু করে। রোববার স্পেসালাইজড হাসপাতাল, ন্যাশনাল হসপিটাল, ফাতেমা কিডনি ডায়ালসিস এন্ড ট্রমা সেন্টারে অভিযান চালায়। এসব প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকার কারণে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ডালিম সরকারের নেতৃত্বে তেসলা নিউরোসাইন্স হাসপাতাল, হ্যাপিনূর ক্লিনিক এন্ড ডায়াগনেস্টিক সেন্টার, সোনার দেশ ক্লিনিক এন্ড ডায়াগনেস্টিক সেন্টারে অভিযান চালায়। লাইসেন্স না থাকার কারণে ৩টি বে-সরকারি হাসপাতালকে ১ লাখ ১০হাজার টাকা জরিমানা করেছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক জানান, ভ্রাম্যমাণ আদালত শুধু লাইসেন্সবিহীন ক্লিনিকগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত ১৭টি ক্লিনিক বন্ধ দেখতে পান। তারা অভিযানের কথা শুনে ক্লিনিকে তালা লাগিয়ে পালিয়ে যায়।
বাসস/সংবাদদাতা/১৯১০/-মরপা