বাজিস-১ : বগুড়ায় মামলা ও জিডি’র তথ্যের জন্য এসএমএস সেবা চালু

122

বাজিস-১
বগুড়া-এসএমএস সেবা
বগুড়ায় মামলা ও জিডি’র তথ্যের জন্য এসএমএস সেবা চালু
বগুড়া, ৪ সেপ্টেম্বর ২০২০ (বাসস): জেলার ১২টি থানায় মামলা বা জিডির তথ্য প্রদানের জন্য মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে (এসএমএস) সেবা চালু হয়েছে।
এই ব্যবস্থায় জেনারেল ডায়েরি (জিডি) বা মামলার আবেদনকারীর মোবাইল ফোনের খুদে বার্তার মাধ্যমে বিষয়টির তদন্তকারী কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে জানিয়ে দেয়া হবে। ইতিমধ্যে সংশ্লি¬ষ্ট থানার ডিউটি অফিসারের স্থায়ী মোবাইল নম্বর থেকে এই বার্তা প্রেরণের কাজ শুরু হয়েছে।
বগুড়া জেলা পুলিশের মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, এখন থেকে থানায় করা মামলা অথবা জিডির তথ্য মোবাইল ফোনে এসএমএস’র মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে।
তিনি জানান, ৩ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় একশ’জন মামলার বাদি বা জিডি’র আবেদনকারীর কাছে এমন বার্তা প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, পুলিশের সেবাকে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে রাজশাহী রেঞ্জ ডিআইজি’র নির্দেশনায় এবং বগুড়ার পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই সেবা চালু করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৮০০/এমকে