বাসস দেশ-২৮ : বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো ফেসবুক

153

বাসস দেশ-২৮
ফেসবুক-অনুদান
বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো ফেসবুক
ঢাকা, ৩০ জুলাই, ২০১৮ (বাসস) : বাংলাদেশে মৌসুমি বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং শিশুদের সহায়তায় ফেসবুক আড়াই লাখ মার্কিন ডলারের অনুদান দিয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্যা চিলড্রেনের মাধ্যমে এই অর্থ খাদ্য, সুপেয় পানি, স্যানিটেশনসহ জরুরি ত্রাণ সহায়তায় ব্যবহার করা হবে।
মধ্য জুনে ভারী বৃষ্টিপাতের কারণে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সেভ দ্যা চিলড্রেনের প্রেসিডেন্ট ক্যারোলিন মাইলস বলেন, ‘মৌসুমী বৃষ্টি বাংলাদেশের হাজার হাজার মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। শিশুদের সুরক্ষায় আমরা অব্যশই এ সময় সবকিছু করতে পারি। এশিয়ায় গতবার এবং এ বছর বন্যার্ত পরিবারের সহায়তায় ফেসবুক কর্তৃপক্ষের দৃঢ় প্রতিশ্রুতির কারণে সেভ দ্যা চিলড্রেন বিশেষভাবে কৃতজ্ঞ।’
গত দুই সপ্তাহ ধরে অন্যান্য সংস্থাও বন্যার্তদের সহায়তা করে আসছে।
বাসস/অনুবাদ/আরআই/১৯০৫/-আসচৌ