বাসস বিদেশ-২ : মালির ক্ষমতাচ্যুত নেতা কাইতার হাসপাতাল ত্যাগ

141

বাসস বিদেশ-২
মালি-অস্থিরতা-অভ্যুত্থান
মালির ক্ষমতাচ্যুত নেতা কাইতার হাসপাতাল ত্যাগ
বামাকো, ৪ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): মালির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম বোউবাকার কাইতা হালকা স্ট্রোকের চিকিৎসার পর বৃহস্পতিবার হাসপাতাল ত্যাগ করেছেন। সাম্প্রতিক এক সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। সংশ্লিষ্ট সূত্র একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
তারা জানান, কাইতা উন্নত চিকিৎসার জন্য এখন সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেন।
রাজধানী বামাকোতে বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রের সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘সবকিছু ভাল চলছে। তার স্বাস্থ্যগত বিভিন্ন পরীক্ষার রিপোর্ট ভালো।’
কাইতার অনুসারি দলের এক সদস্য এএফপি’কে বলেন, তিনি সন্ধ্যায় বাসায় ফিরেছেন।
তিনি আরো জানান, সংযুক্ত আরব আমিরাত তাকে নিতে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মত হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট এক সামরিক অভ্যুত্থানে কাইতা ক্ষমতাচ্যুত হন।
বাসস/এমএজেড/১১৩৫/-আসাচৌ