বাসস দেশ-৪১ : পরিবেশ অধিদপ্তরের অভিযান : দশ লাখ টাকা জরিমানা আদায়

182

বাসস দেশ-৪১
পরিবেশ অধিদপ্তর-অভিযান-জরিমানা
পরিবেশ অধিদপ্তরের অভিযান : দশ লাখ টাকা জরিমানা আদায়
ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : পরিবেশ দূষণের দায়ে রাজধানীতে অবৈধভাবে স্থাপিত একটি ব্যাটারী কারখানাকে দশ লাখ টাকা জরিমানা করে উৎপাদন বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ সংরক্ষণ কার্যক্রম ও দূষণবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ মহানগরীর নিশাতনগর, ধউর, তুরাগ এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।
আরকে পাওয়ারের কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেন।
কাজী তামজীদ আহমেদ বলেন, ঝুঁকিপূর্ণ বর্জ্য দিয়ে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে চলমান এই অভিযান ভবিষ্যতে আরো জোরদার করা হবে।
এই ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব ও খালিদ ইবনে সাদিক এবং পরিবেশ অধিদপ্তরের সদর কার্যালয়ের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট ইউংয়ের পরিদর্শক মির্জা মো. আসাদুল কিবরিয়া।
বাসস/সবি/এমএএস/২০২৫/এবিএইচ