বাসস দেশ-৩২ : সারাদেশে নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে

117

বাসস দেশ-৩২
নদনদী-পরিস্থিতি
সারাদেশে নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে
ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : দেশের ১০১টি পর্যবেক্ষণাধীন নদীর মধ্যে পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৪১ টির, হ্রাস পেয়েছে ৫২ টির। এছাড়া,পর্যবেক্ষণাধীন ৭ টি পানি সমতল স্টেশনে অপরিবর্তিত রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্রÑযমুনা ও গঙ্গা Ñপদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
কুশিয়ারা ও মনু নদী ছাড়া উত্তরাঞ্চলের আপার মেঘনা অববাহিকার নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এছাড়া দেশের প্রধান সব নদনদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘন্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে কুষ্টিয়ায় ৫১ মিলিমিটার।
এদিকে, বিকাল ৪ টা থেকে রাত ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এসব নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না।
বাসস/সবি/এসএস/১৯৩০/-এইচএন