বাসস দেশ-২৬ : রাজধানীতে ১৬ হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই শীর্ষ মাদকব্যবসায়ী গ্রেফতার

121

বাসস দেশ-২৬
মাদক উদ্ধার-গ্রেফতার
রাজধানীতে ১৬ হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই শীর্ষ মাদকব্যবসায়ী গ্রেফতার
ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : রাজধানীর কাফরুল এলাকা থেকে ১৬ হাজার ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির পাঁচ লাখ ৮৮ হাজার ৯০০ টাকাসহ দুই শীর্ষ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।
তারা হচ্ছে- জাহিদুল ইসলাম সুমন ওরফে সুমন খান (৩৫) ও রেহেনা (৩৩)।
বুধবার সন্ধ্যা সাড়ে সাড়ে ৬টার দিকে র‌্যাব-৪-এর একটি দল রাজধানীর কাফরুল থানার মিরপুর-১৩-এর ছয়তলা ভবনের নিচতলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
র‌্যাব-৪-এর সহকারী পরিচালক (অপস) জিয়াউর রহমান চৌধুরী বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা মাদক সিন্ডিকেটের সাথে জড়িত এবং পেশাদার মাদকব্যবসায়ী। তাদের নামে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। জিঞ্জাসাবাদে তারা মাদক-ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে। এছাড়া তারা পারস্পরিক যোগসাজশে দীর্ঘদিন ঠিকানা বদল করে কক্সবাজার জেলা থেকে ইয়াবা ক্রয় করে কাফরুল, পল্লবী ও মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক-ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলো।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৯০৯/-এইচএন