নারায়ণগঞ্জে আইন লংঘন করে নির্মিত ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

187

নারায়ণগঞ্জ, ৩০ জুলাই, ২০১৮ (বাসস) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আজ সোমবার শহরের আল্লামা ইকবাল রোডে নির্মিত/নির্মণাধীন বহুতল ভবন পরিদর্শন করেন।
এসময় তিনি এলাকার হাইরাইজ ভবনগুলির ‘ইমারত নির্মাণ বিধিমালা’ লঙ্ঘনের অভিযোগের প্রমান পান।
ডা: আইভী আইন লংঘণ করে নির্মিত ভবনগুলির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্যও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
পরে মেয়র বালুরমাঠ এলাকা পরিদর্শনকালে এলাকার বাসিন্দারা তার কাছে অভিযোগ করেন, সেখানে আবাসিক এলাকায় সুগন্ধা নামের একটি বেকারি গড়ে তোলা হয়েছে। এ বেকারির বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে ড্রেনে। রাসায়নিক পদার্থ মেশানো এ বর্জ্য পাথরের মতো শক্ত হয়ে যায়। ফলে ড্রেন সহজেই ভরে যায়। এরফলে অল্প বৃষ্টি হলেই গলাচিপা এলাকায় পানি আটকে থাকে।
এসময় ডাক্তার আইভী বলেন, ইমারত নির্মাণ বিধিমালা লংঘন করা সবগুলি ভবনকে নিয়ম অনুযায়ি ভবনের অতিরিক্ত অংশ ভেঙ্গে ফেলতে চিঠি দেয়া হবে। না ভাংলে সিটি কর্পোরেশন ভেঙ্গে দেবে। প্রয়োজনে এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
তিনি বলেন,‘নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচুর বহুতল ভবন নির্মাণ হচ্ছে। বিধিমালা মেনে ভবন না মানা ভবনগুলোর বিরুদ্ধে আগেও আমরা ব্যবস্থা নিয়েছি। প্রক্রিয়াটি আরো জোরদার করতে আমি সরেজমিনে পরিদর্শন করছি। সুগন্ধা বেকারির বিরুদ্ধে সিটি কর্পোরেশনের আইন অনুযায়ি ব্যবস্থা নেয়া হবে।
মেয়র আইভী বিধিমালা না মানা ভবনগুলোর ব্যাপারে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে রাজউক’কে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান।