বাসস ক্রীড়া-১১ : নভেম্বরে পিএসএলের নক-আউট পর্ব

116

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-পিএসএল
নভেম্বরে পিএসএলের নক-আউট পর্ব
করাচি, ৩ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : স্থগিত হয়ে থাকা পাকিস্তান সুপার লীগ(পিএসএল) টি-২০ টুর্নামেন্টের নক আউট পর্ব আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে। ১৪ নভেম্বর থেকে শুরু হবে নক-আউট পর্ব। ফাইনাল ম্যাচ দিয়ে ১৭ নভেম্বর শেষ হবে পিএসএলের পঞ্চম পর্ব।
প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে পিএসএলের পঞ্চম আসর পুরোপুরিভাবে শেষ করা যায়নি । যা শেষ হবার কথা ছিলো গত ২২ মার্চ। কিন্তু পাকিস্তানসহ পুরো বিশ্বে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায়, নক-আউট পর্বের আগেই পিএসএল স্থগিত করা হয়।
দীর্ঘ বিরতির পর এবার পিএসএলের নক-আউট পর্বের বাকী চারটি ম্যাচ শেষ করার উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইতোমধ্যে সূচিও ঘোষনা করেছে পিসিবি।
একটি কোয়ালিফায়ার, দু’টি এলিমিনেটর এবং ফাইনালের সূচি ঘোষনা করেছে পিসিবি। ১৪ নভেম্বর কোয়ালিফায়ারে মুখোমুখি হবে মুলতান সুলতান এবং করাচি কিংস।
একই দিন প্রথম এলিমিনেটরে লড়বে লাহোর কালান্দারস এবং পেশোয়ার জালমি।
১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় এলিমিনেটর ম্যাচ। সেখানে মুখোমুখি হবে কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল এবং এলিমিনেটরের জয়ী দল।
আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। এই চার ম্যাচের সবগুলোই হবে লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে।
বাসস/এএমটি/১৮৪৬/স্বব