হেয়ার সেলুনে মাস্ক ছাড়া পেলোসি, তীর্যক সমালোচনা ট্রাম্পের

196

ওয়াশিংটন, ৩ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাউজ ম্পিকার ও ডেমোক্রেট দলের প্রভাবশালী ন্যান্সি পেলোসিকে নিয়ে তীর্যক মন্তব্য করেছেন।
সান ফ্রান্সিকোয় করোনা ভাইরাস প্রতিরোধে নেয়া লকডাউন নীতি লংঘন করে সেখানকার একটি হেয়ার সেলুনে যান ন্যান্সি। এ সময়ে তার মুখে কোন মাস্ক ছিল না।
পর্যবেক্ষণ ক্যামেরায় ধরা পড়া ছবিতে দেখা গেছে, সোমবার পেলোসি হেয়ার সেলুনের এক ঘর থেকে আরেক ঘরে হেঁটে যাচ্ছেন। এ সময়ে তার মুখ থেকে মাস্ক সরানো ছিল।
এই ছবি প্রকাশের পর বুধবার ট্রাম্প টুইট করে বলেন, ‘যখন অন্য আর সবকিছু বন্ধ তখন বিউটি পার্লার খোলা পেয়ে মরিয়া ন্যান্সি পেলোসি নিজেকে ধ্বংস করছেন, মুখে মাস্ক নেই-যদিও তিনি সকলকে মাস্ক পরার ছবক দিয়ে যাচ্ছেন।’
পরে পেলোসি জানান, সেলুনটি তাকে বিভ্রান্ত করেছিল। একসঙ্গে তারা কেবল একজন গ্রাহককেই অনুমোদন দিচ্ছে বলে জানিয়েছিল।
তিনি বলেন, পাশের এই সেলুনটিতে তিনি বহুবছর ধরেই যাচেছন। তাদের কথায় বিশ্বাস করার দায় তিনি নিচ্ছেন বলেও জানান।
পেলোসি’র ডেপুটি প্রধান স্টাফ ড্রিউ হ্যাম্মিল বলেন, স্থানীয় কোভিড মোকাবেলা নীতি মেনে ন্যান্সি সবসময়ই মাস্ক পরেন।
তিনি আরো বলেন, ওই সেলুন ন্যান্সিকে জানিয়েছিল একসঙ্গে একজন গ্রাহককে সেবা দেয়ার অনুমোদন কর্তৃপক্ষ তাদের দিয়েছে। এই নিয়ম মেনেই তিনি সেখানে গিয়েছিলেন।
ন্যান্সি মাস্ক পরা নিয়ে বরাবরই রিপাবলিকান এবং ট্রাম্পের কঠোর সমালোচনা করে আসছেন।
তিনি বারবার ট্রাম্পের প্রতি মাস্ক পরার আহ্বান জানিয়ে বলেছেন, দয়া করে বিজ্ঞানের কথা শুনুন।