বাসস দেশ-১৩ : দেশে করোনা সংক্রমণের হার কমেছে : বেড়েছে সুস্থতা

111

বাসস দেশ-১৩
করোনা-আপডেট
দেশে করোনা সংক্রমণের হার কমেছে : বেড়েছে সুস্থতা
ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : দেশে করোনাভাইরাস সংক্রমণের হার কমেছে এবং সুস্থতা বেড়েছে।
গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৪২২ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ১৫৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৪২৪ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১৫ হাজার ২০৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৫৮২ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৯৬ শতাংশ। আগের দিন এ হার ছিল ১৬ দশমিক ৯৮ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার ২ দশমিক ০২ শতাংশ কম।
দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৯২ হাজার ৩৩ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ০৮ শতাংশ। গতকাল এই হার ছিল ২০ দশমিক ১৩ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৬৪ জন। গতকালের চেয়ে ১২৫ জন বেশি সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ২ হাজার ৮৩৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ১৩ হাজার ৯৮০ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৯৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ৬৬ দশমিক ৪৬ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৪৭ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ২ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল মৃত্যুবরণ করেছেন ৩৫ জন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৩৮৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। গত ৩০ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৬১৭ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৫ হাজার ৭৩৪ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ১১৭টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ৯৩টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৪২২ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৫ হাজার ২০৪ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৭৮২টি কম নমুনা পরীক্ষা হয়েছে।’
বিস্তারিত আসছে………
বাসস/এএসজি/এমএসএইচ/১৭০৫/এএএ