বাসস ক্রীড়া-৭ : বার্সা ছাড়ার অধিকার মেসির আছে : রামোস

119

বাসস ক্রীড়া-৭
ফুটবল-মেসি-রামোস
বার্সা ছাড়ার অধিকার মেসির আছে : রামোস
স্টুটগার্ড (জার্মানি), ৩ সেপ্টেম্বর ২০২০ (বাসস/এএফপি) : স্প্যানিশ তারকা সার্জিও রামোস বুধবার বলেছেন, নিজের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার লিওনেল মেসির আছে এবং তকে সে সিদ্ধান্ত নেয়ার অধিকার দেয়া উচিৎ। দীর্ঘ দুই দশক কাটানোর পরও আর্জেন্টাইন এই সুপার স্টারকে দল ছাড়তে বাঁধা দিচ্ছে বার্সেলোনা।
জাতীয় দলের হয়ে উয়েফা নেশন্স লীগের ম্যাচ খেলতে স্টুটগার্ড সফররত এই স্প্যানিশ বলেন, নিজের ভবিষ্যৎ গড়ার অধিকার তার (মেসি) আছে। তবে যথার্থ সেরা পথেই তিনি এটি করছেন কিনা আমি জানিনা। স্প্যানিশ ফুটবল, বার্সেলোনা এবং আমাদের ক্ষেত্রে সবাই চায় সেরাটিকে জয় করতে। আমরাও চাই সে এখানেই থাকুক।’
ঘরোয়া এবং ইউরোপীয় লড়াইয়ে রিয়াল মাদ্রিদ তারকা রামোসের অন্যতম প্রতিদ্বন্দ্বি হচ্ছেন মেসি। এই দুই জনের বয়সও প্রায় সমান। লা লীগার শিরোপা জয়েও দুইজন লাভ করেছেন প্রায় সমান সম্মান। বিগত ১৬ বছর ধরে দুই জনের দল দুটি ভাগাভাগি করে জিতে আসছে লা লীগার শিরোপা।
সেন্টার ব্যঠশ ৩৪ বছর বয়সি রামোস মনে করেন সর্বকালের সেরা ফুটবলাররা চলে যাওয়া মানে স্প্যানিশ ফুটবলের জন্য এক বিশাল ক্ষতি। রামোস বলেন,‘ লিও নিজ দলের পাশাপাশি স্প্যানিশ লীগকেও সমৃদ্ধ করেছেন। এল ক্লাসিকোকে আরো সৌন্দর্যমন্ডিত করে তুলেছেন। কারন আপনি চাইবেন সেরা দলটির বিপক্ষে জয় পেতে। আর তিনি হচ্ছেন বিশে^র সেরা খেলোয়াড়দের একজন। নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার মেসি অর্জন করেছেন।’
বাসস/এএফপি/এমএইচসি/১৬৩৭/স্ব