বাসস ক্রীড়া-৭ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার টি-২০ লড়াইয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ

136

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-টি-২০
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার টি-২০ লড়াইয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ
বাসেটেরেতে, ৩০ জুলাই ২০১৮ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট হারলেও ওয়ানডে সিরিজ ঠিকই জিতে নেয় বাংলাদেশ। তাই ওয়ানডে সিরিজ জয়ের সুখ-স্মৃতি নিয়ে এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দুর্দান্তভাবে ওয়ানডে সিরিজ জয়ে ফুরফুরা মেজাজে থাকা টাইগাররা এবার টি-২০ সিরিজেও ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী। বাসেটেরেতে পহেলা আগস্ট বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় শুরু হবে সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি।
দুই ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সামনে অসহায় আত্মসমর্পন করে বাংলাদেশ। পুরো টেস্ট সিরিজের এক সেশনেও দাপট দেখাতে পারেনি টাইগাররা। এমনকি নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনি¤œ রানে অলআউটের রেকর্ডও গড়ে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। ফলে ক্যারিবীয়দের কাছে এ্যান্টিগায় প্রথম টেস্ট ইনিংস ও ২১৯ রানে এবং কিংস্টনে দ্বিতীয় টেস্ট ১৬৬ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তাই জেসন হোল্ডারের নেতৃত্বে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
টেস্ট সিরিজ জিতে চনমনে হয়ে উঠে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজও হেসেখেলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ক্যারিবীয়রা। কিন্তু টেস্ট সিরিজের দুঃস্মৃতি সতীর্থদের মনের অন্তস্থল থেকে মুছে ফেলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ‘টেস্ট সিরিজের দুঃস্মৃতি ভুলে দেশের কথা চিন্তা করে নতুন করে শুরু করো’Ñ মাশরাফির এমন বার্তায় ঠিকই জেগে ওঠে বাংলাদেশ দল।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই নিজেদের কারিশমা দেখায় মাশরাফির দল। ড্যাশিং ওপেনার তামিম ইকবালের অপরাজিত ১৩০ রান, সাকিব আল হাসানের ৯৭ রান ও বল হাতে মাশরাফির ৩৭ রানে ৪ উইকেট শিকারে ৪৮ রানে প্রথম ওয়ানডে জিতে সিরিজে লিড নেয় বাংলাদেশ।
দ্বিতীয় ওয়ানডেতেও ম্যাচ সকল দায়িত্ব পালন করে রেখেছিলো বাংলাদেশের খেলোয়াড়রা। কিন্তু ম্যাচের শেষ ৭ বলে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। ফলে ৩ রানে ম্যাচ হারে টাইগাররা। তাই এক ম্যাচ বাকী রেখে সিরিজ জয়ের স্বপ্ন ধুলিসাৎ হয় সফরকারীদের।
তবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ঠিকই স্বপ্ন পূরণ করে বাংলাদেশ। আবারো বাংলাদেশের জয়ে প্রধান ভূমিকা রাখে তামিম। ওপেনার হিসেবে এবারের সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন তামিম। পাশাপাশি মাহমুুদুল্লাহ রিয়াদের ৪৯ বলে অপরাজিত ৬৭ ও অধিনায়ক মাশরাফির বুদ্ধিদীপ্ত চিন্তায় ব্যাটিং প্রমোশন নিয়ে ২৫ বলে ৩৬ রানে ৬ উইকেটে ৩০১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। পরে বোলারাদের নিয়ন্ত্রিত বোলিং-এ ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে ২৮৩ রানের মধ্যে আটকে রাখতে পারে বাংলাদেশ। ১৮ রানের জয়ে ম্যাচ ও সিরিজ জিতে নেয় টাইগাররা।
নয় বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ উচ্ছ্বসিত বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। তাইতো ওয়ানডে জিতে টি-২০ সিরিজে লড়াইয়ের রসদ যুগিয়ে দিলেন ম্যাশ। তৃতীয় ওয়ানডে শেষে টি-২০ নিয়েও কথা বলেন গেল বছর এপ্রিলে ছোট সংস্করণকে বিদায় বলা মাশরাফি, ‘ওয়ানডের পারফরমেন্স ধরে রেখে টি-২০তে ভালো করতে হবে আমাদের। সিরিজের শুরুটাও আত্মবিশ্বাসের সাথেই করতে হবে। কারণ আমরা ভালোভাবেই ওয়ানডে সিরিজ জিততে পেরেছি।’
মাশরাফি আত্মবিশ্বাসী হলেও রেকর্ড নেতিবাচক ইঙ্গিতই দিচ্ছে। ২০১৫ সালের পর টি-২০তে কোন সিরিজই জিততে পারেনি বাংলাদেশ। সে বছর এপ্রিলে এক ম্যাচের সিরিজে সফরকারী পাকিস্তানকে ৭ উইকেটে হারায় মাশরাফির নেতৃত্বাধীন বাংলাদেশ। এরপর কোন সিরিজ তো জিততেই পারেনি, এমনকি ৩৭ ম্যাচে অংশ নিয়ে বাংলাদেশের জয় মাত্র ১১টি। গেল জুনে সর্বশেষ টি-২০ সিরিজ খেলে বাংলাদেশ। আফগানিস্তানের কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় সাকিবের দল।
তাই সাম্প্রতিক রেকর্ডের ভিত্তিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজে কঠিন পরীক্ষাই দিতে হবে বাংলাদেশকে। তবে ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের খুব একটা খারাপ নয়। চারবার দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে দু’দল। এরমধ্যে ২টি সিরিজ ওয়েস্ট ইন্ডিজ ও ১টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। ছয়বারের মুখোমুখিতে ২ ম্যাচে জয় পায় বাংলাদেশ, ৩টিতে জিতে ওয়েস্ট ইন্ডিজ। তবে নতুন ফর্মেটের সিরিজে বাংলাদেশের তরুণ তুর্কিরা ঠিকমত জ্বলে উঠলে যে কোন দলকে হারানোর সক্ষমতা বাংলাদেশ দলের রয়েছে।
বাসস/এএমটি/১৭৫৫/মোজা/স্বব