বাসস বিদেশ-৪ : রাশিয়ার বিরোধী দলীয় নেতা নাভালনিকে বিষ প্রয়োগে ন্যাটো প্রধানের নিন্দা

126

বাসস বিদেশ-৪
ন্যাটো-নাভানলি-বিষপ্রয়োগ
রাশিয়ার বিরোধী দলীয় নেতা নাভালনিকে বিষ প্রয়োগে ন্যাটো প্রধানের নিন্দা
ব্রাসেলস, ৩ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনিকে নোভিচক নার্ভ এজেন্ট নামের বিষ প্রয়োগে বুধবার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং মস্কোর কাছে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।
স্টলটেনবার্গ এক বিবৃতিতে বলেন, ‘জার্মান সরকার ঘোষণা করেছে যে, নাভালনিকে নোভিচক গ্রুপের নার্ভ এজেন্ট রাসায়নিক বিষ প্রয়োগ করা হয়েছে। এটি দুঃখজনক এবং আমি এর নিন্দা জানাই।’
বার্লিন বলেছে, জার্মান সশস্্র বাহিনীর রাসায়নিক অস্ত্র পরীক্ষাগারে টেস্ট করে ‘স্পস্ট প্রমাণ’ পাওয়া গেছে যে, নাভালনিকে নোভিচক গ্রুপের বিষ প্রয়োগ করা হয়েছে। সোভিয়েত এই ¯œায়ু বিষ ২০১৮ সালে বৃটেনের সাবেক একজন গোয়েন্দাকে লক্ষ্য করে ব্যবহার করা হয়েছিল।
স্টলটেনবার্গ বলেন, সামরিক রাসায়নিক অস্ত্র হিসেবে এই নার্ভ এজেন্ট তৈরি ও ব্যবহারের বিষয়ে রুশ কর্তৃপক্ষের সম্পূর্ন ও স্বচ্ছ তদন্ত জরুরি। তিনি এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।
বাসস/এএফপি/অনু-এমএবি/১৩৪০/আরজি