বাসস বিদেশ-৩ : ইতালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকনি করোনা ভাইরাসে আক্রান্ত

134

বাসস বিদেশ-৩
ইতালি-বার্লুসকনি-করোনা
ইতালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকনি করোনা ভাইরাসে আক্রান্ত
রোম, ৩ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : ইতালির সাবেক প্রধানমন্ত্রী ও মিডিয়া অঙ্গনের ক্ষমতাধর ব্যক্তি সিলভিও বার্লুসকনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার ফোর্জা ইতালিয়া পার্টি সূত্রের বরাত দিয়ে বুধবার সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
পার্টি সূত্র বার্তা সংস্থা এজিআই’কে জানায়, বার্লুসকনির পরপর দু’বার করোনাভাইরাস পরীক্ষায় ফলাফল পজিটিভ আসলেও তিনি ইতালির বাণিজ্যিক কেন্দ্র অর্কোরে তার বাসভবন থেকে কাজ করে যাচ্ছেন। সেখানে তিনি পরিকল্পিত কোয়ারেনটিনে থাকবেন।
বাসস/এমএজেড/১৩১৩/আরজি