বাজিস-৩ : কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আউশ ধানের বাম্পার ফলন

166

বাজিস-৩
কুমিল্লা- আউশ ধান
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আউশ ধানের বাম্পার ফলন
কুমিল্লা (দক্ষিণ), ২ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় চলতি মৌসুমে আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলায় এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আউশ ধানের আবাদ হয়েছে।
আউশ ধানের বাম্পার ফলন এবং বাজারে ধানের দাম বেশি হওয়ায় উপজেলার কৃষকরা বেশ খুশি। তারা এখন জমি থেকে ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের বর্ষা মৌসুমে উপজেলায় তিনহাজার পাঁচশ’ হেক্টর জমিতে আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এ বছর চারহাজার ছয়শ’ ১০ হেক্টর জমিতে আউশ ধানের চাষ করেন কৃষকেরা।
এর মধ্যে উফশী জাতের আউশ চারহাজার চারশ’ ৯০ হেক্টর জমিতে এবং একশ’ ২০ হেক্টর জমিতে হাইব্রিড জাতের ধানের আবাদ করা হয়েছে।
উপজেলার চান্দলা গ্রামের কৃষক জাকির হোসেন বলেন, সরকারি প্রণোদনা আউশ চাষে কৃষকদের উৎসাহিত করেছে। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বীজ সহায়তা দেওয়ায় অনেক কৃষকই আউশ ধান চাষ করেছেন। কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে সময় মত জমি পরিচর্যা ও চাষ করায় অন্য বছরের তুলনায় ভালো ফলন পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
সাহেবাবাদ গ্রামের কৃষক জাহিদ হোসেন জানান, গত দুইসপ্তাহ আগে ধান কাটা শুরু হয়েছে। বৃষ্টির কারণে মাড়াইয়ে কিছুটা সমস্যা হলেও বাজারে ধানের দাম ভালো। অন্য ধানের চেয়ে বর্ষালী আউশ আবাদে লাভ বেশি। প্রতিবিঘা জমি আবাদে খরচ হয়েছে পাঁচ থেকে সাড়ে পাঁচহাজার টাকা।
অন্যদিকে, লাভ বেশি হওয়ায় আগামী মৌসুমে আরও বেশি জমিতে আউশ আবাদ করবেন বলে জানান দুলালপুর গ্রামের কৃষক আবিদ হোসেন ও কৃষক মাজারুল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহাবুবুল হাসান বলেন, সরকারি প্রণোদনা পাওয়ার কারণে কৃষকেরা আউশ ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন বেশ ভালো হয়েছে। কৃষি অফিস থেকেও কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দেয়া হয়েছে। কৃষকরা এবছর ধানের দাম বেশি পাওয়ায় আগামীতে এ ধানের আবাদ আরও বাড়বে বলে তিনি উল্লেখ করেন।
বাসস/সংবাদদাতা/২০৫১/এমকে