টি-২০ ব্লাস্টে খেলবেন আফ্রিদি-ওয়াসিম

727

লন্ডন, ২ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : বাবর আজমের পর ইংল্যান্ডের ঘরোয়া আসর টি-২০ ব্লাস্টে খেলবেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি ও স্পিনার ইমাদ ওয়াসিম।
আফ্রিদি হ্যাম্পশায়ার ও ওয়াসিম নটিংহ্যামশায়ারের হয়ে খেলবেন।
গ্রুপ পর্বে হ্যাম্পশায়ারের হয়ে সাতটি ম্যাচ খেলবেন আফ্রিদি। দল যদি নক আউট পবে উঠে, সেক্ষেত্রে ম্যাচ বাড়তে পারে। হ্যাম্পশায়ারের পেস আক্রমনের অন্যতম সেরা অস্ত্র হতে যাচ্ছেন আফ্রিদি। কারন ভ্রমন নিয়ে জটিলতা থাকায় এবারের আসরে খেলতে আসতে পারেননি দক্ষিণ আফ্রিকার কাইল অ্যাবট ও ওয়েস্ট ইন্ডিজের ফিদেল এডওয়ার্ডস। আর ইনজুরির কারনে আগেই ছিটকে গেছেন লিয়াম ডসন।
গেল সোমবার নিজেদের প্রথম ম্যাচে এসেক্সের বিপক্ষে জয় পেয়েছে হ্যাম্পশায়ার। হ্যাম্পশায়ারের দ্বিতীয় ম্যাচ থেকেই দেখা যেতে পারে আফ্রিদিকে। কারন বর্তমানে ইংল্যান্ডেই আছেন আফ্রিদি। গতরাতেই ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টি-২০ সিরিজ শেষ করেছেন তিনি।
দলের সাথে এখনো চুক্তি সম্পাদিত না হলেও , নটিংহ্যামশায়ারের হয়ে আজই মাঠে নামছেন ওয়াসিম। এর অর্থ ২৪ ঘন্টার মধ্যে দু’টি টি-২০ ম্যাচে নামছেন তিনি। গতরাতেই ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের হয়ে সিরিজের শেষ টি-২০ খেলেছিলেন ওয়াসিম।
এদিকে, এবারের টি-২০ ব্লাস্টে সমারসেটের হয়ে ৭টি ম্যাচ খেলবেন পাকিস্তানের সীমিত ওভারের অধিনায়ক বাবর আজম। দল নক-আউটে উঠলে, আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি।