চট্টগ্রামে কনটেইনার ডিপোতে বিস্ফোরণে তিন শ্রমিকের মৃত্যু, আহত ৩

123

চট্টগ্রাম ২ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : চট্টগ্রামে একটি কনটেইনার ডিপোতে পাওয়ার ট্যাংক বিস্ফোরণে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও তিনজন।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর পতেঙ্গার বিজয় নগরের ইনকন্ট্রেড কনটেইনার ডিপোতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আরমান, মুক্তার ও নেওয়াজ। তাদের মধ্যে শ্রমিক ও গাড়ির টেকনিশিয়ান রয়েছে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।
পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই)সেলিম মিয়া জানান, ডিপোতে পাওয়ার ট্যাংক ওয়েল্ডিং করার সময় ওয়েল্ডিং এর ছিটায় পাওয়ার ট্যাংক লিক হয়ে যায়। এতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে হতাহতদের বাড়ি পতেঙ্গার বিজয় নগর এলাকায়।
ওসি জোবাইর সৈয়দ বলেন, ইনকন্ট্রেড কনটেইনার ডিপোতে একটি গাড়িতে তেলের ট্যাংক ওয়েল্ডিং মেশিন দিয়ে মেরামতের সময় বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়। মারা যাওয়া তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রাম মেডিকের কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়িতে কর্মরত হামিদ উল্লাহ জানান, কনটেইনার ডিপোতে ওয়েল্ডিং করার সময় সিলিন্ডার বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনকে চমেক হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি ।