সজীব ওয়াজেদ জয়ের বলিষ্ঠ নেতৃত্বের জন্যই ডিজিটাল ভূমিসেবা কার্যক্রম হাতে নেয়া সম্ভব হয়েছে : ভূমি সচিব

317

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : ভূমি সচিব মো.মাকছুদুর রহমান পাটওয়ারী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে সকল ভূমিসেবা ডিজিটাল সেবায় রূপান্তরের কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
ডিজিটাল বাংলাদেশ গঠনে মন্ত্রণালয় এই উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বলিষ্ঠ নেতৃত্বে এই জটিল কর্মযজ্ঞ দেশের তৃণমূল পর্যায়ে নেয়া সম্ভব হয়েছে।
ভূমি সচিব আরো বলেন, দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত ‘ ফাইবার অপটিক্যাল ক্যাবল ’ সম্প্রসারণ ও উচ্চ গতির ইন্টারনেট সহজ লভ্য করার কারণে এই কর্মযজ্ঞ গ্রহণ করা সম্ভব হয়েছে।
পাটওয়ারী মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য আয়োজিত আভ্যন্তরীণ প্রশিক্ষণে দিক নির্দেশনামূলক দেয়া এক বক্তব্যে এ কথা বলেন।
যথাযথ সামাজিক দুরত্ব নিশ্চিত করে কয়েক ভাগে ভাগ করে কর্মকর্তাদের এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
ভূমি সচিব বলেন, ২০১৯ সালের জুলাই মাস থেকে তিন পার্বত্য জেলা ব্যতিত সারা দেশে ই-মিউটেশন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ কার্যক্রমের জন্য আমরা জাতিসংঘ পুরস্কার পেয়েছি।
এ সময় ভূমি সচিব সকলকে স্বাস্থ্যবিধি মেনে সরকারী বিধি মোতাবেক অফিস করার পরামর্শ দেন।
প্রশিক্ষণে ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।