বাসস দেশ-৫৮ : প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রণব মুখার্জির প্রতি বাংলাদেশের হাইকমিশনারের শ্রদ্ধা নিবেদন

333

বাসস দেশ-৫৮
প্রণব-শ্রদ্ধা
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রণব মুখার্জির প্রতি বাংলাদেশের হাইকমিশনারের শ্রদ্ধা নিবেদন
নয়াদিল্লী, ১ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান সে দেশের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
হাইকমিশনার আজ সকালে ভারতের প্রয়াত রাষ্ট্রপতির সরকারি বাসভবনে তার প্রতিকৃতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে হাইকমিশনার প্রণব মুখার্জির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শনে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। হাইকমিশনার প্রণব মুখার্জির পরিবারের শোকাহত সদস্যদের প্রতি সমবেদনা জানান।
পরে মোহাম্মদ ইমরান বলেন, প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশ একজন প্রকৃত বন্ধুকে হারিয়েছে। তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ থেকেই তিনি বাংলাদেশের সুসম্পর্ক বজায় রেখে এসেছেন।
হাইকমিশনারের সঙ্গে আলাপকালে প্রণব মুখার্জির কন্যা শরমিস্থা মুখার্জি এই দুঃসময়ে তাদের প্রতি সমবেদনা জানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশন আগামীকাল বিকেলে মিশন প্রাঙ্গণে প্রণব মুখার্জির স্মরণে শোক সভার আয়োজন করেছে।
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ২১ দিন মৃত্যুর সাথে লড়াই করে সোমবার দিল্লীর আর্মি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাসস/এআইএম-এসএইচ/অনু-এবিএইচ/২৩৪৪/এবিএইচ