বাসস দেশ-৫৪ : নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে একশ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার : ত্রাণ প্রতিমন্ত্রী

185

বাসস দেশ-৫৪
আম্পান-সহায়তা
নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদেরপুনর্বাসনে একশ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার : ত্রাণ প্রতিমন্ত্রী
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান বলেছেন, চলতি মৌসুমে তিন দফা বন্যায় ৩৩টি জেলায় পাঁচ হাজার ৭৭২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বলেন, বন্যায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে একশ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এছাড়া ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ২৪৬ কোটি টাকা অর্থ সহায়তা দিয়েছে জাইকা।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় আম্পানে আত্মদানকারী সিপিপি স্বেচ্ছাসেবক সৈয়দ শাহ আলমের পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি বাড়িঘর পুনর্নিমাণ করে দেবে সরকার। আবহাওয়ার পূর্বাভাসের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, এই মুহূর্তে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি বিপদসীমার নিচে নেমে এসেছে।
মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীনের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এমপি, ভাইস-চেয়ারম্যান ডা. মোঃ হাবিবে মিল্লাত এমপি এবং মহাসচিব ফিরোজ সালাউদ্দিন।
এরপর প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় আম্পানে আত্মদানকারী সিপিপি স্বেচ্ছাসেবক সৈয়দ শাহ আলমের পরিবারকে সাত লাখ ৩৬ হাজার ৭০০ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করেন।
বাসস/তবি/এমএন/২১৫০/এবিএইচ