বাসস ক্রীড়া-৮ : চেন্নাইকে নিয়ে উদ্বিগ্ন হ্যাজেলউড

116

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-হ্যাজেলউড
চেন্নাইকে নিয়ে উদ্বিগ্ন হ্যাজেলউড
সিডনি, ১ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসর খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো।
সম্প্রতি করোনা টেস্ট হয়েছে কয়েকটি দলের। এরমধ্যে চেন্নাই সুপার কিংসের ১৩ সদস্যের খেলোয়াড়-স্টাফ-অফিসিয়ালদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এতেই উদ্বেগ প্রকাশ করেছেন চেন্নাইয়ের অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড।
তিনি বলেন, ‘এটি সত্যিই উদ্বেগের বিষয়। দলের মধ্যে থাকা ১৩জন করোনায় আক্রান্ত। আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেখানে সকল তথ্য আসে। সকলকে বিভিন্ন নির্দেশনাও দেয়া হয়।’
দলের মধ্যে যারা করোনা আক্রান্ত হয়েছেন, তারা শীঘ্র্ই সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদি হ্যাজেলউড, ‘যারা আক্রান্ত হয়েছেন, তারা আইসোলেশনে আছেন। আমার ধারণা, দ্রুতই সকলে সুস্থ্য হয়ে ফিরে আসবে। দল থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেসব ব্যবস্থা নেয়া হয়েছে, তা খুবই প্রশংসনীয়।’
টি-২০ এবং ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন হ্যাজেলউড। সিরিজ শেষে চেন্নাইয়ের ক্যাম্পে যোগ দিবেন তিনি।
বাসস/এএমটি/১৯২৫/-আরজি