নড়াইলে গাছের চারা বিতরণ

191

নড়াইল, ১ সেপ্টেম্বর ২০২০ (বাসস): প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আজ জনসাধারণের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে গাছের চারা বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু।
সাবেক সংসদ সদস্য সাঈফ হাফিজুর রহমান খোকনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল ও সাধারন সম্পাদক এস এম পলাশ, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গাউসুল আযম মাসুম, পৌর কাউন্সিলর কাজী জহিরুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহারিয়ার মিম ও সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ প্রমুখ।