বাসস দেশ-৩৩ : সতের অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত

99

বাসস দেশ-৩৩
আবহাওয়া-সতর্কতা
সতের অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত
ঢাকা, ১ সেপ্টেম্বর,২০২০(বাসস):দেশের সতের অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার দিবাগত রাত ০১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কিঃ মিঃ বেগে অস্থায়ীভাবে দম্কা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সেই সাথে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বাসস/সবি/এসএস/১৯১০/-আরজি