ফেনীতে সুবিধা বঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ

211

ফেনী, ১ সেপ্টেম্বর ২০২০ (বাসস): জেলা প্রশাসনের উদ্যোগে ফেনীতে আজ রেলওয়ে স্টেশন কেন্দ্রীক সুবিধা বঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। পাশাপাশি জেলার একজন দুঃস্থ চারুশিল্পীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর একটার দিকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসব সহায়তা বিতরণ করা হয়।
রেলওয়ে স্টেশন কেন্দ্রিক পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিষ্ঠান ‘প্রত্যয় পাঠশালা’র ৬৫জন শিক্ষার্থীর হাতে আজ সেলাই করা শার্ট-প্যান্ট তুলে দেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। একইসাথে জেলার দুঃস্থ চারু শিল্পী সুনীল দাশকে নগদ দশহাজার টাকা সহায়তা দেয়া হয়েছে।
এ সময় পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, স্থানীয় পৌর কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, সাংবাদিক আবু তাহের ভূঁইয়া ও আরিফুল আমীন রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় স্বেচ্ছাসেবী সংগঠন সহায়’র সহযোগিতায় শিশুদের এ উপহার দেয়া হয়েছে।