করোনা মোকাবেলায় শাবি ক্যাম্পাসে আইসোলেশন সেন্টার

253

সিলেট, ১ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় শিক্ষক-কর্মচারীদের পরিবারের জন্য আইসোলেশন কেন্দ্র প্রস্তুতসহ স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
শুধু বিশ্ববিদ্যালয়ের আইসোলেশন কেন্দ্রই নয়, নগরীর বেসরকারি হাসপাতাল মাউন্ট এডোরা হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালেও শাবি পরিবারের জন্য করোনা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা কর্মচারী যদি করোনায় আক্রান্ত হন তারা এসব হাসপাতালে চিকিৎসা সুবিধা পাবেন।
এদিকে, ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের নিচ এবং দ্বিতীয় তলায় পুরুষ ও নারীদের জন্য পৃথক আইসোলেশন কক্ষ প্রস্তুত করা হয়েছে।
মেডিকেল সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. মো. কবীর হোসেন বলেন, প্রাথমিকভাবে দুটি রুমে চারটি শয্যা, অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম নিয়ে আইসোলেশন কক্ষ প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে তা আরো সম্প্রসারিত করা হবে।
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য শাবি পরিবারের কাউকে বাইরে যেতে হবে না। ক্যাম্পাসে নিজস্ব ল্যাব রয়েছে। কেউ আক্রান্ত হলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনে সুযোগ-সুবিধা দেয়া হবে।